করোনা আতঙ্কে সাভারে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা

0
21

করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকায় দীপ্ত অ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লিমিটেড নামে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই গ্রুপের কারখানা দুটিতে প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন।

সোমবার সকালে পোশাক কারখানা দুটি বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করে শিল্প পুলিশ।

নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল (২৩ মার্চ) সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।

বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে এতে উল্লেখ করা হয়।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকার দীপ্ত ও ডার্ড গার্মেন্টস নামে দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here