সিরিজ বাতিল করে দেশে ফিরে গেলেও করোনা আতঙ্ক কাটছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। লখনৌতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যে হোটেলে ছিল সেই একই হোটেলে ছিলেন করোনা আক্রান্ত বলিউডের গায়িকা কনিকা কাপুরও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কিন্তু করোনা সংক্রমনের জেরে সেই সিরিজ বাতিল হয়ে যায়। যদিও বৃষ্টির জন্য ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে লখনৌতে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলই। তারপর সিরিজ বাতিল এর কথা জানায় বিসিসিআই।
ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সিরিজ বাতিল হলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আরো কয়েকটা দিন ভারতেই থাকতে হয়। জানা যায়, ডি’কক, ডু প্লেসিসরা যে হোটেলে ছিলেন সেই একই হোটেলে ছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুর।
যিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লন্ডন থেকে ফিরে নিজেকে কোয়ারেন্টাইনে না রেখে একাধিক পার্টিতে যোগ দেন তিনি। থাকেন ওই হোটেলেও। যা নিয়ে ইতিমধ্যে প্রবল সমালোচনা শুরু হয়েছে।
যদিও লখনৌ থেকে কলকাতা হয়ে দেশে উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কিন্তু কনিকার সংস্পর্শে আসা নিয়ে বেশ উদ্বিগ্ন প্রোটিয়ারা। ইতিমধ্যেই দেশে ফিরে আইসোলেশনে গিয়েছেন তাঁরা।