যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক শহরেই মারা গেছে ৪২ জন। এমতাবস্থায় ১৫ মার্চ, রবিবার সন্ধ্যা থেকে নিউইয়র্কে লকডাউন ঘোষণা করেন গভর্নর অ্যান্ড্রু কুমো।
দেশটির কোভিড নাইটিনে মারাত্বক আকার ধারণ করেছে করোনাভাইরাস। মোট আক্রান্তের প্রায় অর্ধেকই নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকার। এখানে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার হারও বাড়ছে। এর মধ্যেই দু’জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
এ বিষয়ে নিউইয়র্ক সক্রমক রোগ বিশেষজ্ঞ ডা. লিনিয়া আহমেদ কিকি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান কমিউনিটি নিয়েই আমরা বেশ সচেতন। এ রোগ প্রতিহত করতে আমাদের মূল লক্ষ্যেই হচ্ছে একজন থেকে জন্য অন্যজনে না ছড়ায়।’
এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় নিউইয়র্ক, কানেকটিকাট ও ইলিনয়ে বসবাসকারী সবাইকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়। গত শুক্রবার অঙ্গরাজ্যগুলোর গভর্নররা এই নির্দেশনা জারি করেন। এর আগে ক্যালিফোর্নিয়ায়ও এই নির্দেশনা জারি করা হয়।
ওই তিনটি অঙ্গরাজ্যের গভর্নররা জানান, এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফলে রবিবার থেকে কার্যত লক ডাউন হচ্ছে যুক্তরাষ্ট্রের আরো তিনটি স্টেট।
এদিকে গত শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। তবে অতি জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।