করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে খুলনায় এখন পর্যন্ত বিদেশফেরত ২৬৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর সংখ্যা ছিল ১৯৮ জন। তবে শনিবার (২১ মার্চ) এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। এছাড়া কোয়ারেন্টিনের মেয়াদ শেষে শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় ৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।
কোয়ারেন্টিনে থাকা এসব প্রবাসীরা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি ও কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।
এর মধ্যে খুলনা মহানগরীতে ৪০ জন, দাকোপ উপজেলায় ৩৯ জন, বটিয়াঘাটায় ১৩ জন, রূপসায় ৩৯ জন, তেরখাদায় ১০ জন, দিঘলিয়ায় ৩ জন, ফুলতলায় ১১ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৫৬ জন ও কয়রা উপজেলায় ৪০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন তেরখাদা উপজেলার ২ জন, পাইকগাছার ৪ জন এবং দাকোপ উপজেলার আরও ২ জন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ‘বিদেশফেরত ব্যক্তিদের তাদের নিজ নিজ বাড়িতে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’