করোনা সংক্রমণরোধে দেশে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং জরুরি অবস্থা জারির আহবান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। বৃহস্পতিবার দলটির সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, ভংঙ্কর এক আধাঁর সারা পৃথিবীকে গ্রাস করতে যাচ্ছে। করোনা ভাইরাসের অদৃশ্য শক্তির সঙ্গে অনেক দেশ যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ এতো ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও এখনও কোন কার্যকর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি সংক্রমণরোধে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা যায়নি। বিবৃতিতে জরুরি অবস্থা জারির মাধ্যমে জাতীয় দুর্যোগ ঘোষণা, রেস্তোরা, বার, ক্লাব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সব ধরণের জন সমাবেশ নিষিদ্ধকরাসহ ছয়টি দাবি জানানো হয় জেএসডির পক্ষ থেকে।