মরণঘাতী করোনাভাইরাস শনাক্তে দেশে এসেছে আরও দুই হাজার কিট। বৃহস্পতিবার আইইডিসিআরের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
করোনাভাইরাস শনাক্তে ১ লাখ কিট বিদেশ থেকে আনা হচ্ছে বলেও জানান তিনি।
করোনা পরীক্ষার কিটগুলো কবে দেশে আসবে- সাংবাদিকদের এমন এক প্রশ্নে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আজ দুই হাজার কিট এসেছে। শিগগিরই বাকিগুলো আসবে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। তারা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।
তিনি জানান, এ পর্যন্ত মোট ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।
করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের হটলাইনে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান আবুল কালাম আজাদ।