করোনা আতঙ্কে ফ্রান্স ছাড়লেন নেইমার

0
20

ফ্রান্সে দ্রুতগতিতে ঘটছে করোনাভাইরাসের বিস্তার। সেই আতঙ্কে দেশটি ছেড়ে স্বদেশ ব্রাজিলে ফিরে গেছেন নেইমার। গেল মঙ্গলবার সীমান্ত বন্ধ করে দেয় প্যারিস। এর আগেই সেখান ছেড়ে রিও ডি জেনিরোর উদ্দেশে বিমান ধরেন তিনি।

ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়ায় ফুটবলারদের ফ্রান্স ছাড়ার অনুমতি দিয়েছে পিএসজি। একই সঙ্গে তাদের সেল্ফ-আইসোলেশনে থাকার কথা বলেছে তারা। তাদের নিয়ম মেনে দেশটি ছেড়ে নিজভূমে পাড়ি জমিয়েছেন নেইমার। সঙ্গে ব্রাজিলে ফিরে গেছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা।

তাদের মতো দ্য পারিসিয়ানদের খেলোয়াড় এবং কোচিং স্টাফের অনেকেই ফ্রান্স ছেড়েছেন। অবশ্য কেউ কেউ ফ্রান্সের রাজধানীতে থেকে গেছেন। তাদের মধ্যে রয়েছেন নেইমার-সিলভারই ব্রাজিল মূল দলের সতীর্থ মার্কিনহোস।

বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। বিশ্ব ফুটবলেও হিংস্র থাবা বসিয়েছে এটি। বন্ধ হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি-আ, বুন্দেসলিগা। কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে ইউরোপের অন্যান্য লিগের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানও বন্ধ রয়েছে। ফলে খেলা নেই পিএসজির।

তথ্যসূত্র: ইএসপিএন এফসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here