করোনায় এবার বিমানের দুবাই-আবুধাবিগামী ফ্লাইট বন্ধ

0
13

করোনাভাইরাস আতঙ্কে যাত্রী সংকটের কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে বন্ধ হয়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট। এ নিয়ে সাত দেশে বন্ধ হয়ে গেল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসের সব ফ্লাইট।

এর আগে মালয়েশিয়া, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের বিমান তাদের রুটসমূহ বন্ধের ঘোষণা দেয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে দুবাই ও আবুধাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বিমানের বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটসমূহে যাত্রী কমেছে। এর আগে যাত্রী সংকটে পড়ে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রসঙ্গত চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here