যুদ্ধবিধ্বস্ত ইরাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। একই সঙ্গে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাস গৃহীত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর বছরব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৭ই মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাগদাদ মিশনের দূতালয় প্রধান মো. অহিদুজ্জামান লিটন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেÑ দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন এবং শিশুদের নিয়ে কেক কাটেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু মাকসুদ মো. ফরহাদ। এরপর অনুষ্ঠানে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই আয়োজনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বিদেশী ও বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও সংগ্রামী জীবন-আখ্যান, আদর্শ ও দর্শনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সবার প্রতি আহবান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশিদের প্রতি অনুরোধও জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে এবং সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীসহ সকল বাংলাদেশীদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে স্বাগতিক দেশের পরামর্শ অনুযায়ী সেমিনার এবং শিশু কিশোর সমাবেশ বাতিল করা হয়েছে।