সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারের লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসইর ৯৫২তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জানানো হয়, সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চালু থাকবে। ডিএসইর পক্ষ থেকে জানানো হয, দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে, যা মোটেই সত্য নয়। লেনদেন বন্ধ করার কোন পরিকল্পনাই ডিএসইর পরিচালনা পর্ষদের নেই। এছাড়া প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে বিকশিত করার লক্ষ্যে কতিপয় পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বেশ কযেকটি তফসিলি ব্যাংক ইতিমধ্যে বিনিয়োগ শুরু করেছে। সেজন্য ডিএসইর পরিচালনা পর্ষদ তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং যেসব ব্যাংক এখনো বিনিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করেনি তাদেরকে বিনিয়োগে আহ্বান জানিয়েছে।