করোনাভাইরাস বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়লেও চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র একজন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিশ্বব্যাপী নতুন করে হাজার হাজার মানুষ এ রোগে আক্রান্ত হলেও তখন এটির উৎপত্তিস্থল চীন এ আশাব্যঞ্জক তথ্য জানাল। খবর সিনহুয়া ও চায়না ডেইলির।
আর এ কারণে দীর্ঘ দিন পর বাড়ি ফিরতে শুরু করেছেন উহানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
চীন সরকার জানিয়েছে, মঙ্গলবার দেশটির উহান শহরে মাত্র এক ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তবে বিশ্বের অন্য দেশ থেকে চীন সফরে যাওয়া ২০ জন বিদেশির শরীরেও মঙ্গলবার করোনাভাইরাস ধরা পড়েছে বলে বেইজিং জানিয়েছে।
চীনের উহান শহরে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বর্তমানে কোভিড-১৯ নামে এই রোগ বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
গোটা বিশ্বে এ পর্যন্ত অন্তত এক লাখ ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত আট হাজার মানুষ যাদের অর্ধেকই চীনা নাগরিক।