বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী হিসেবে আখ্যায়িত করলেও সঠিক সময়েই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশাবাদী আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। যদিও করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী সমস্ত ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। এর মাঝেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আশাবাদী, ঠিক সময়েই শুরু হবে টোকিও অলিম্পিক।
আইওসির কো-অর্ডিনেশন কমিশনের কর্মকর্তা জন কোটস জানান, মে মাস পর্যন্ত দেখে অলিম্পিক বাতিল করার ঘোষণা করা হবে বলে যা প্রচার হচ্ছে, তা ঠিক নয়। অলিম্পিক ঠিক সময়েই হবে। তিনি আরো বলেন, ‘আমরা ২৪ জুলাইয়ে অলিম্পিক শুরু করার তোড়জোড় করছি।’
কিন্তু আইওসির বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং অস্ট্রেলীয় অলিম্পিক কমিটির প্রধান কোটস সুইজারল্যান্ড থেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘টোকিও অলিম্পিকের এখনও চারমাস বাকি আছে। তাই আমরা সঠিক সময়েই অলিম্পিক আয়োজনের ব্যাপারে আশাবাদী।’
সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষ এই মরণ ব্যাধি ভাইরাসে আক্রান্ত। আর এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার। যার বেশির ভাগই চীনে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যার দিক থেকে এখনও চীনই এগিয়ে। সম্প্রতি অস্ট্রেলীয় সরকার পাঁচশোর বেশি মানুষের জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে বেশির ভাগ ফুটবল টুর্নামেন্ট। সেই সঙ্গে অনেক দেশ স্থগিত করেছে তাদের ঘরোয়া সব ধরনের খেলা।