করোনাভাইরাস: এক বছর পিছিয়ে গেল ইউরো

0
16

করোনাভাইরাসের কারণে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ইউরোপ কাপ। মহাদেশীয় এই ফুটবল আসর এ বছর ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার ইউরোপীয় ফুটবল পরিচালনা কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসে। ৫৫ টি অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন এবং দ্য বোর্ড অব ইউরোপিয়ান লিগের সেই বৈঠকেই ইউরো এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নরওয়ে ফুটবল ফেডারেশন টুইটারে এক বিবৃতিতে যা সবার আগে নিশ্চিত করে। নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ১১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে।

উয়েফা থেকে এখনো অবশ্য আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। উয়েফার নির্বাহী কমিটির সভায় চূড়ান্তভাবে পাশ হওয়ার পর যে ঘোষণা আসতে পারে।

করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে ইউরোপের সব শীর্ষ লিগই বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অসমাপ্ত লিগগুলো শেষ করতেই বেশ সময় লেগে যাবে। তাই ইউরো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই।

উয়েফা নেশন্স লিগ ও ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপও পরের বছর স্থানান্তরিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here