শাকিবের বিপরীতে মাহি-স্পর্শিয়া

0
23

শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ব্যবসাসফল সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এবার আসছে চলেছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ নামের সিনেমা। এটি আসছে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে।

এমন তথ্যই জানালেন চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন। রবিবার রাতে তিনি নতুন এ ছবির ঘোষণা দেন। সিনেমাটিতে শাকিবের বিপরীত দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে।
অনন্য মামুন জানান, ‘নবাব এলএলবি’ শুটিং শুরু হচ্ছে ঢাকায় ২৮ মার্চ থেকে। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই।

সিনেমাটি প্রযোজনা করছে সেলেব্রেটি প্রোডাকশন। পরিচালক জানিয়েছেন শিগগিরই পূর্ণাঙ্গ শিল্পী তালিকা প্রকাশ করে শুটিং শুরু করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here