ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই সবচেয়ে বেশি করোনা ভাইরাসে বিস্তার ঘটেছে স্পেনে। দেশটিতে এমন দুর্দিনের সময়তে শুরু হয়েছে ফেস মাস্কের কালোবাজারি। এ নিয়ে নাজেহাল স্পেনের প্রশাসনও।
জানা গেছে, দক্ষিণ স্পেনের একটা কারখানা হানা দিয়ে বেআইনিভাবে মজুত দেড় লক্ষ মাস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত অধিকাংশ মাস্কই স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিলি করা হবে বলে জানিয়েছে স্পেনের পুলিশ।
এদিকে করোনা আতঙ্কে অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো স্পেন। স্পেনে সেনাবাহিনীর সতর্ক নজরদারিতেই যাতায়াত করছেন সেখানকার বাসিন্দারা।
স্পেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত স্পেনে করোনা ভাইরাসে ৩০০ জন মারা গেছেন। জি নিউজ।