রূপনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

0
25

রাজধানীর রূপনগর এলাকায় চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃস্থ অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হক ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। এসময়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ষড়যন্ত্র করে তাদের বাসস্থানে আগুন দেয়া হয়েছে। তাদেরকে নিঃস্ব করে দেয়া হয়েছে।
আমিনুল হক বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে। আমরা আমাদের সাধ্যের সবটুকু নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবো।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রিয়াজসহ , মাহফুজ খান সুমন, গাজী সিরাজ, নাসির, মনসুর, নাজমুল, ফরহাদ, তপন প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here