মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ

0
19

নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে জনস্বার্থে মাস্ক ও স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ করেছে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারক পত্রের সিদ্ধান্তের আলোকে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এ বিষয়ে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের পক্ষে মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত এসব পণ্যের রফতানি জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।
প্রসঙ্গত, কভিড-১৯-এর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যায়। এ সময় পণ্যগুলোর রফতানি চলমান থাকলে দেশের জনগণের সুরক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here