করোনাভাইরাস থেকে নিরাপদ থাকুন, নিজের যত্ন নিন: কোহলি

0
31

করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ছয় হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় লক্ষাধিক।

ছোঁয়াছে এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে সবাই নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান টুইটবার্তায় লেখেন, চলো শক্ত থাকি এবং সব ধরনের সতর্কতা বিধানে করোনাভাইরাস তথা কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি। নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন, আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধ উত্তম। দয়া করে সবাই নিজের যত্ন নিন।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে।

করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here