রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। শনিবার বিকেলে ঝুটপট্টির পাশে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগুন ঝুট গোডাউন থেকে লেগে পার্শ্ববর্তী তিনটি ভবনে বিস্তৃত হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। ঝুট থাকায় আগুন নেভানো কষ্টসাধ্য ছিল।’ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘এ ঘটনায় কোনো নিহত নেই। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে আলোক হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।