করোনা ভাইরাস থেকে বাঁচতে করমর্দন না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । এমন পরিস্থিতিতে গত বুধবার লন্ডনের প্রিন্স ট্রাস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে কারো সঙ্গে হাত না মিলিয়ে নমস্কারের মতো অভ্যর্থনা জানায় ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস। আর এরপরই এটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লসের নমস্কার দেয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করেছেন ভারতীয় হিন্দু ধর্মের অনুসারীরা।
ভিডিওটিতে দেখা যায়, গাড়ী থেকে বের হয়ে অতিথিদের নমস্কারের মতো করে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিন্স চার্লস । প্রভীন কাসওয়ান নামের এক ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রিন্স চার্লসের নমস্কারের ভিডিও প্রকাশ করে একটি টুইট বার্তায় লেখেন, দেখুন আমরা ভারতীয়রা যা বহু বছর ধরেই করে আসছি।
টুইটারে আরেকজন লেখেন, ধীরে ধীরে আমাদের অভ্যর্থনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। যোগ ব্যায়ামের পর এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ।