করোনায় বৃদ্ধদের মৃত্যুর ঝুঁকি বেশি: আইইডিসিআর

0
31

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণের পরিসংখ্যান তথ্য তুলে ধরে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শুক্রবার সকালে আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. ফ্লোরা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুঝুঁকি বেশি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণের পরিসংখ্যান ও তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক।

যারা বিদেশ থেকে দেশে ফিরছেন, তাদের সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেন তিনি।

মীরজাদী সেব্রিনা বলেন, আইইডিসিআরের হটলাইনে ইতিমধ্যে ৪৩৪৯টি কল এসেছে। এর মধ্যে করোনাসংক্রান্ত কল ৪২১২টি। এ ছাড়া ১৬ জন সরাসরি এসেছেন।

‘আমরা অনুরোধ করব, যাদের শরীরে করোনার লক্ষণ আছে, আক্রান্ত দেশ থেকে এসেছেন তারা যেন আইইডিসিআরে সরাসরি চলে না আসেন। তারা হটলাইনে কল করুন। কারণ আপনার শরীরে করোনাভাইরাস থাকলে অন্যরা সংক্রমিত হতে পারে। আমরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করব। ইমেইল ও ফোনে রিপোর্ট জানিয়ে দেব’-যোগ করেন সেব্রিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here