ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলী বলেছেন, নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তান সফরে না যাওয়াটা অবিচারই। তার কারণ পৃথিবীতে আপনি কোথাও নিরাপদ নন। এটা যেকোনো মুহূর্তে যে কোথাও ঘটতে পারে, এমনকি ইংল্যান্ডেও। ক্রিকেট খেলুড়ে দলগুলোর সাধারণ ধারণা যে,পাকিস্তানে যাওয়া অনিরাপদ।
ইংল্যান্ডের ৩২ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলছেন। পিএসএলে অংশ নিতে গিয়ে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন মঈন আলী।
২০১৬ সালে গুলশানে হলি আর্টিজানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফরে আসেননি ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানসহ বেশ কয়জন ক্রিকেটার।
২০১৬ সালে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে মঈন আলী বলেন, শুধু পাকিস্তান না, পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা নেই। হ্যাঁ, কিছু জায়গায় আপনি নিজেকে বেশি নিরাপদ ভাববেন। তবে এখন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুব উন্নত হয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশেও আমরা একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। কিছু ক্রিকেটার সেখানে সফরে যায়নি। কিন্তু বাংলাদেশে আমরা দারুণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলাম।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। সেই হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না বিদেশি দলগুলো। যদিও বিদেশি দলকে সফরে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত দুই মাসে দুইবার পাকিস্তান সফর করেছে বাংলাদেশ দল। আগামী ৩ এপ্রিল একটি ওয়ানডে আর ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে ফের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।