করোনাভাইরাস মোকাবেলায় ইতালিকে সহযোগিতা করবে তুরস্ক

0
40

সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে সাম্প্রতিক সময়ে আতংকে রয়েছে ইতালি। দেশটিতে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়ে ৮২৭ জনের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু। খবর তুর্কি সংবাদ সংস্থা আনাদলু।

বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইওকে ফোনে এ সমবেদনা জানান মেভলুত কাভাসগ্লু। তিনি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ইতালিতে এখন পর্যন্ত সরকারি হিসেবে ১২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে একে অপরের সহযোগিতার কথা আলোচনা হয়।

এদিকে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ১৬৭ জন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মুত্যৃ হয়েছে ৪৭৪৯ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here