রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনায় বস্তির মালিক কথিত নেতাদের তালিকা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা।
আজ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের দেখতে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, বস্তিতে প্রায় ১০ হাজার ঘরে ৪০ হাজার রুম ছিল। অধিকাংশ ঘরই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তিতে একেক নেতার ২০ থেকে ৪০টা করে ঘর আছে। এসব নেতাদের তালিকা করা হবে।
অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগের বিষয়ে তিনি বলেন, এখন এসব কথা বলছে তারা কারা? তারা এতোদিন কেন বলেনি? তাদের ধরা হবে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত শেল্টার সেন্টার তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এজন্য যতোগুলো শেল্টার সেন্টার দরকার তা স্থাপন করা হবে। সেখানে আজ দুপুরে খাবার থেকে যতবেলা খাবার দরকার সব সরবরাহ করা হবে।
বস্তিবাসীর জন্য যতো ধরনের সহযোগিতা দরকার আমরা করবো। প্রশাসনের বাইরে আমাদের প্রত্যেক নেতাকর্মী বস্তিবাসীর পাশে থাকবে।