রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তির আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এর আগেই পুড়ে গেছে কয়েকশ’ ঘর।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ট’ ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার।
পরে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনের মাত্রা বেড়ে গেলে বস্তির পাশের একটি ছয়তলা ভবনেও তা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রথমে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ সম্ভব হয়নি।
আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রূপনগর বস্তি পরিদর্শন করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।