চৌগাছা উপজেলায় একই পরিবারের ৬ জনসহ যশোরে ৭জন কোয়ারেনটাইনে-যশোর সিভিল সার্জন

0
0

যশোরে চৌগাছা উপজেলার একই পরিবারের ৬ জন ও মনিরামপুরে ১ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।বুধবার যশোর সিভিল সার্জন সেখ আবু শাহিন নিশ্চিত করেছেন।
৭ মার্চ ইতালি থেকে দেশে ফিরে চৌগাছায় নিজ গ্রামের বাড়ি স্বস্ত্রীক বেড়াতে আসেন এক জন। ৯ মার্চ সোমবার তিনি আবার শ্বশুর বাড়িতে চলে যান।ছেলে বউ চলে গেলেও বাড়ির অন্য ৬ জন সদস্যকে হোম কোয়ারেনটাইনে থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.লুৎফুর নাহার।
অন্যদিকে মনিরামপুেের ২ দিন আগে সৌদি আরব থেকে আসেন অন্যজন। সেই কারনেই তাকেও কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন সেখ আবু শাহিন।
এদিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে করোনা মোকাবেলায় ১০টা কেবিন রেডি করা হয়েছে।এরপরও প্রয়োজন হলে জেলা টিবি হাসপাতালে ৪০ বেড রেডি করা হয়েছে বলে হাসপাতারের তত্বাবধায়ক ডা দিলিপ কুমার রায় জানান। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে একটি বেসরকারি হাসপাতালের পুরোটাই নেয়া হবে। সে ক্ষেত্রে নোভা ক্লিনিককে বাছায় কওে রাখা হয়েছে। পাশাপাশি করোনা মোকাবেলায় ২০ জন ডাক্তার ও ৩৭ জন নার্স রেডি আচে বলে ডাঃ দিলিপ জানান। এক প্রশ্নের জবাবে তিনি জানান,করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পার্সোনাল প্রটেকশন ইকুবমেন্ট পর্যাপ্ত রয়েছে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here