করোনা ভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি ফেরত পিতা-পুত্রকে পর্যবেক্ষণে রেখেছে উপজেলা প্রশাসন। তারা উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের বাসিন্দা।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ঢোলজানি গ্রামের পিতা-পুত্র ইতালি থেকে ২রা মার্চ বাংলাদেশে আসে। করোনা ভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে তার বাড়িতে গ্রাম পুলিশ দিয়ে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা ভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সোমবার রাত থেকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে তার বাড়িতে সাদা পোশাকের গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক কথায় বলতে গেলে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে।