মাহাথির আউট, সন্তোষ প্রকাশ আজমিন আলির

0
15

ড. মাহাথির মোহাম্মদকে ক্ষমতার মসনদ থেকে সরাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের সদ্য সাবেক উপপ্রধান মোহাম্মদ আজমিন আলি। তিনি নতুন সরকার গঠনের লড়াইয়ে সফল হয়েছেন বলে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, আমরা এক সপ্তাহ ধরে নতুন একটি সরকার গঠনের লড়াই করছিলাম। তাতে সফল হয়েছি। এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মালয়েশিয়ার পার্লামেন্টে গোমবাক থেকে নির্বাচিত এমপি আজমিন আলী। তিনি বলেছেন, আনোয়ার ইব্রাহিমের পিকেআর দলের একাংশ, মাহাথির মোহাম্মদের পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার একাংশ, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ইউএমএনও (উমনো) এবং পিএএস নেতাদের নিয়ে আমরা একটি নতুন জোট গঠনের লড়াই করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মুহিদ্দিন ইয়াসিনকে অষ্টম প্রধানমন্ত্রী বানানো। আমাদের সেই লড়াই ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে।

এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন নিউ স্ট্রেইটস টাইমস।

আজমিন আলী আরো বলেছেন, আমরা কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তবে শেষ পর্যন্ত মুহিদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য পার্লামেন্ট সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছি। মুহিদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী পদে এবং নতুন সরকার গঠনের জন্য যে ম্যান্ডেট দেয়া হয়েছে তার জন্য তাকে অভিনন্দন জানাই। মুহিদ্দিন বর্তমানে দেশ চালানোর নেতা। তার রয়েছে অভিজ্ঞতা ও সততা। তিনি বিবৃতিতে আরো বলেন, মালয়েশিয়ার জাতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন মুহিদ্দিন তার প্রশাসন তা বাস্তবায়ন করবে। কেন্দ্রীয় সংবিধান এবং রুকুন নেগারার ওপর ভিত্তি করে নতুন প্রশাসন সরকার গঠন করবে। আমরা অর্থনীতিতে সহনশীলতা, সমৃদ্ধির নিশ্চয়তা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের রক্ষাকর্তা হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের ঐক্যকে শক্তিশালী করবো এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here