মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় রোববার জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে রোববার সকালে স্বাধীনতা অঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাকির হোসেন বাচ্চু।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) রেকসোনা খাতুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল¬াহ আবু জাহের, জেলা জীবন বীমা কর্মকর্তা ডা. মো বাবুল হোসেনসহ সরকারী-বেসরকারী বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্য। সভায় বীমা শিল্পের প্রসার ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এদিকে রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সাবরীন জেরীন,মাদারীপুর।