রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দাখিলকৃত ৭জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে বৈধ ঘোষণা করা হয়েছে বাকি ৪ প্রার্থীর মনোনয়ন।
রবিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামানের জমা দেয়া মনোনয়নপত্রে ৫ জন ভোটারের তথ্য যাচাইয়ে ১ জনের তথ্য ভুল, সুলতানের জমা দেয়া সমর্থক ভোটারদের মধ্যে ২ জনের স্বাক্ষরে মিলে নেই এবং গোলাম মাহবুব রাব্বানীর পক্ষে জমা ৮ থেকে ১০ জন ভোটার সমর্থকের তথ্যে ভুল আছে। যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
মনোনয়ন বৈধ হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা মুন্সি, বিএনপি মনোনীত প্রার্থী মাহবুব আলম শাহীন, স্বতন্ত্র প্রার্থী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল ও মোহাম্মদ আলী মিয়া। গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গোয়ালন্দ উপজেলা গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৩৫জন। এর মধ্যে ৪৫ হাজার ৩৭১ জন নারী ও ৪৬ হাজার ২৬০ জন পুরুষ ভোটার রয়েছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম গত বছর ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করলে উপ-নির্বাচনের কার্যক্রম শুরু হয়।