রবিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনের আগামী বর্ষা মৌসুমে ময়মনসিংহবাসিকে জলাবদ্ধতামুক্ত রাখতে সিটি কর্পোরেশন খাল- ড্রেন খনন শুরু করেছেন খনন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে এই বৃহৎ কাজ শুরু করেন। বিদ্যাময়ী সরকারী বালিকা বিদ্যালয়ের পিছন দিক দিয়ে সীমানাঘেষা এই খালটি আকুয়া বাইপাস পর্যন্ত খনন করা হবে। এই খননকাজ উদ্বোধনকালে সিটি করপোরেশনের ১০ ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম, কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেসন কর্মকর্তা দীপক কুমার মজুমদার, বর্জ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, সুপারভাইজার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাল খনন উদ্বোধনকালে মেয়র টিটু উপস্থিত সাংবাদিকদের বলেন, বর্ষার বেশী দিন নেই। এই সময়ে সিটির সকল খাল ও ড্রেন খননের উদ্যোগ নেয়া না হলে বর্ষা এলে তড়িঘড়ি করে খনন করা সম্ভব হবেনা। এছাড়া বর্ষাকালে খাল ও ড্রেন খনন করা হলে খননের মাধ্যমে তোলা ময়লা, আবর্জনা বর্ষাকালে অপসারণ করা দুরহ হয়ে পড়ে। ভিজা ময়লা, আবর্জনা অন্যদিকে বৃষ্টির পানিতে ময়লা একাকার হয়ে যাবে। তাই বৃহৎ জনগোষ্টির এই নগরীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে এবং জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে খাল খনন শুরু হয়েছে।
খালেদ খুররম পারভেজ