সিলেটেই কি শেষ হচ্ছে মাশারাফি বিন মুর্তজার নেতৃত্বের অধ্যায়! না, এই বিষয়ে কোনো জবাব দেননি ওয়ানডে অধিনায়ক। সংবাদ সম্মেলনে একে একে তার দিকে ধেয়ে আসতে শুরু করে অবসর নিয়ে নানা প্রশ্ন। তিনিও তা এড়িয়ে যান, বল ঠেলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্লাভসে। তবে হঠাৎ এক প্রশ্নে মেজাজ হারান তিনি। বিশ্বকাপ থেকেই উইকেট পাচ্ছেন না দেশসেরা এই পেসার। শেষ পাঁচ ম্যাাচে তার কোনো উইকেট নেই। তাই তার পারফরম্যান্স নিয়েও চলছে সমালোচনা। সেই রেশ ধরে এক সংবাদকর্মী প্রশ্ন করেন এমন উইকটশূন্য থাকাটা তার কতটা আত্মসম্মানে লাগছে। প্রশ্ন শুনে কিছুটা সময় নিয়ে মাশরাফি উত্তেজিত হয়ে ওঠেন।
পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কি চোর!’ আমি কি এখানে চুরি করতে আসি? ক্রিকেটের সঙ্গে আত্মসম্মান- লজ্জার কী সম্পর্ক আমি জানি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর?’ সেই সময় তার কন্ঠ আবেগে ভারি হয়ে আসে।
তবে সেই সঙ্গে জানালেন খারাপ পাফরম্যান্সে সমালোচনা তিনি শুনতে পারেন। কিন্তু সেখানে কেন আত্মসম্মানের প্রশ্ন এলো তা তিনি মেলাতে পারছেন না। তিনি বলেন, ‘আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে, যে লজ্জা পেতে হবে! আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটি সিম্পল। কিন্তু লজ্জা-আত্মসম্মানবোধ আমি কার সঙ্গে দেখাতে যাব? আমি তো বাংলাদেশের হয়ে খেলছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের মানুষ? এখন যে কেউ পারফর্ম না করতেই পারে। তার যদি নিবেদন না থাকে, শৃঙ্খলা না থাকে, সেসব নিয়ে প্রশ্ন হতে পারে। উইকেট না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন। সমর্থকেরা করবে। কিন্তু লজ্জা পেতে হবে কেন?’