মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিদ্দীন ইয়াসিন। আগামীকাল রবিবার রাজার সামনে ন্যাশনাল প্যালেসে শপথ নেবেন তিনি। দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ তাকে নিয়োগ দিয়েছেন।
শনিবার উভয় পক্ষের সম্মতিতে মালয়েশিয়ার রাজা এ ঘোষণা দেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।
মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র জানান, দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।
এদিকে মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাগ্রহণের সুযোগ হাতছাড়া হলো। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির অবিশ্বাস্যভাবে ক্ষমতায় ফেরার আগে আনোয়ার ও তার মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হয়েছিল। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।