মার্কিন গোয়েন্দা বিমানে লেসার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ

0
52

মার্কিন সামরিক বাহিনীর একটি গোয়েন্দা বিমান তাক করে চীনা যুদ্ধজাহাজ লেসার ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।

বোয়িং কোম্পানির পি-৮ এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোঁড়া হয়। খবর রয়টার্সের।

মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ এবং অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে।

এটি আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের লেসারে বিমান, তার আরোহীসহ জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে।

খালি চোখে কিছু বোঝা না গেলেও বিমানের সেন্সরের মাধ্যমে লেসার ছোঁড়ার ঘটনা টের পাওয়া গেছে। গুয়ামের ৬১১ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটেছে।

ঘটনার এক সপ্তাহের বেশি সময় পরে এটি প্রকাশ করা হল এবং এ নিয়ে অভিযোগ তুলল আমেরিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here