কক্সবাজারে ৩০ ভূমি কর্মকর্তাকে বদলি

0
0

ঘুষ নেওয়ার অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার ৩০ ভূমি কর্মকর্তাকে বদলি করেছে ভূমি মন্ত্রণালয়। কোটি টাকাসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে সার্ভেয়ার আটকের ঘটনার পর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে চারজন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাতজন কানুনগো, ১৯ জন সার্ভেয়ার রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ঐ দিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনও পলাতক রয়েছেন, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া র‌্যাব-১৫ জানিয়েছিল, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here