মোদির বাংলাদেশ সফর প্রতিহত করবে ছাত্রসমাজ

0
0

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে দাওয়াত দেওয়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও অন্য অতিথিদের আমরা স্বাগত জানাব। কিন্তু মোদির এ দেশে আসা ছাত্রসমাজকে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “সাম্প্রদায়িক” নরেন্দ্র মোদি বাংলাদেশে আসলে ছাত্রসমাজ তাকে প্রতিহত করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে দাঙ্গাবাজ হিসেবে আখ্যায়িত করে নুর বলেন, “বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের নেতা নন, বরং তিনি বাংলাদেশ ও বিশ্বের মুক্তিকামী সাধারণ মানুষের নেতা। তাই আমরা মোদির মতো কাউকে দেশে বঙ্গবন্ধুর ভাবমূর্তি কলঙ্কিত করতে দেব না।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে দাওয়াত দেওয়া ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও অন্য অতিথিদের আমরা স্বাগত জানাব। কিন্তু মোদির এ দেশে আসা ছাত্রসমাজকে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।”

“মোদি ও আরএসএসের সন্ত্রাসীরা ভারতের সম্প্রীতি ধ্বংস করে দিতে চায় এবং তাদের প্রথম লক্ষ্যবস্তু হয়েছে সংখ্যালঘু মুসলিমরা। এটি ভারতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ এশিয়াকে আক্রান্ত করবে,” যোগ করেন তিনি।

পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং এটি ক্যাম্পসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, দিল্লিতে সহিংসতার নিন্দা জানিয়ে বাম শিক্ষার্থীদের সংগঠন প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here