মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক কায়রোর একটি হাসপাতালে ৯১ বছর বয়সে মারা গেছেন। ২০১১ সালে সামরিক এক অভ্যুত্থানে তাকে উৎখাত করা হয়। মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মোবারকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে আল-ওয়াতান ওয়েবসাইটের খবরে বলা হয়, তিনি একটি সামরিক হাসপাতালে মারা গেছে। প্রায় মাস খানেক আগে মোবারকের অস্ত্রাপচার করা হয়। মোবারকের ছেলে আলা গত শনিবার জানিয়েছিলেন যে, তার বাবা এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করার আগে তিন দশক ধরে ক্ষমতায় ছিলেন মোবারক। আরব বসন্ত নামের ওই বিক্ষোভের প্রতিবাদকারীদের হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে নির্দোষ হিসেবে ঘোষণা করা হয় এবং ২০১৭ সালের মার্চে তাকে মুক্তি দেয়া হয়।