পাপিয়াকে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নির্দেশে : কাদের

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।’ ‘অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়, শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন’, যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সন্ত্রাস, দুর্নীতির জন্য কাউকে শাস্তি দেয়নি। কঠোর শাস্তি আমরাই দেই। আর অভিযোগ আনা বিএনপির স্বভাব, এটাই তাদের রাজনীতি।’

এ সময় সেতুমন্ত্রী জানান, যুব মহিলা লীগের কমিটির মেয়াদ শেষ মার্চে, মেয়াদ শেষ হলে সম্মেলন হবে। সম্মেলনের কাজ চলমান। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনেরও সম্মেলন হচ্ছে। এটা চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here