মিস্টার ইন্ডিয়া’-তে শাহরুখ, ক্ষুব্ধ সোনম

0
27

বলিউডের আইকনিক ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও শ্রীদেবী। বহুদিন ধরেই ছবিটির রিমেকের পরিকল্পনা হয়েছে। এবার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছেন পরিচালক আলী আব্বাস জাফর। মিস্টার ইন্ডিয়ার ট্রিলোজি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ছবিটির রিমেক হচ্ছে, তা জানেনই না অনিল কাপুর। কোনো খবর পাননি ছবিটির পরিচালক শেখর কাপুরও। অনিল কাপুরের কন্যা সোনম কাপুর দাবি করেছেন, ছবির রিমেকের ব্যাপারে পরিচালক আলি আব্বাস জাফর অফিসিয়ালি কিছুই জানাননি তাদের। শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে সোনম লেখেন, অনেকেই আমাকে ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেক সম্পর্কে জিজ্ঞাসা করছেন।

আমার বাবা জানতেনও না এ রকম একটি ছবি বানানোর কথা চলছে। এই খবর যদি সত্য হয়, তবে তা বাবার জন্য খুবই অশ্রদ্ধার। এমনকি শেখর আঙ্কেলকেও কিছু জানানো হয়নি। বাবার বহু পরিশ্রমের ফসল ওই ছবি। তার খুব কাছের। অর্থের থেকেও দামি। ইটস আ পার্ট অব হিজ লেগাসি। দিন কয়েক আগে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ কওে শেখর কাপুর লিখেছিলেন, কেউ একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করল না। অনুমতি ছাড়া চরিত্র, গল্প ব্যবহার করতে তারা পারেন না। শোনা যায়, ‘মিস্টার ইন্ডিয়ার’ রিমেক দিয়েই কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। থাকবেন রণবীর সিংও। যদিও আলি আব্বাস জানান, এখনও পর্যন্ত কাস্টিং চুড়ান্ত করেননি তিনি। চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয়শিল্পী চূড়ান্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here