ভারতীয় নৌসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার গোয়ায় নিয়মিত মহড়া পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, মিগ২৯ যুদ্ধবিমানটি নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নের পর স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে গোয়ার উপকূলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসেন।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে।
দুই ইঞ্জিন বিশিষ্ট এক আসনের বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এটি দক্ষিণ গোয়ার ভাস্কোর আইএনএস হানসা ঘাঁটি থেকে উড্ডয়ন হয়েছিল। এর তিন মাস আগে ২০১৯ সালের নভেম্বরে গোয়ার একটি গ্রামে মিগ ২৯ বিমান বিধ্বস্ত হয়।