ভারতে বাজার করতে যাওয়ার ‘আবদার’ করে গ্রেফতার

0
0

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ফিরোজ মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফিরোজ মিয়া জয়পুরহাটের সদর উপজেলার চকদাদরা গ্রামের মাজেদুল মণ্ডলের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান জানান, আজ দুপুরে ওই ব্যক্তি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থিত বিজিবি পোস্টে গিয়ে নিজেকে বিজিবি পরিচয় দিয়ে ভারতে বাজার করতে যাওয়ার কথা বলেন। এসময় তিনি বিজিবির একটি পরিচয়পত্রও দেখান।

তিনি আরও জানান, বিষয়টি চেকপোস্টে কর্তব্যরত নায়েক রাকিবের সন্দেহ হলে ফিরোজকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় তার পরিচয়পত্রটি ভুয়া। এসময় তার কাছ থেকে ৯২০ টাকা উদ্ধার করা হয়। ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here