ট্রাম্পকে ভিলেনের সঙ্গে মিলিয়ে কংগ্রেস নেতার কটাক্ষ

0
0

শনিবার ট্রাম্পের ভারত সফর নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলে, কেন্দ্রীয় সরকার মোগাম্বকে খুশি করার জন্য কোটি কোটি রুপি খরচ করছে। কেন এতো খরচ করে তাকে স্বাগত জানাতে হবে? বস্তির মানুষকে জোর করে সরিয়ে নেয়া হচ্ছে ট্রাম্পকে খুশি করার জন্য। এটা কি সঠিক ব্যবহার? ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি এমন প্রশ্ন ছুঁড়ে দেন অধীর রঞ্জন চৌধুরী। এদিকে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির নিজের রাজ্য গুজরাটে যাবেন ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ওই রাজ্যের আহমেদাবাদে সদ্য নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি মেগা ইভেন্ট “নমস্তে, ট্রাম্প” অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপরে গুজরাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তারা। তবে দিল্লি পৌঁছানোর আগে আগ্রার তাজমহলেও যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার ফার্স্ট লেডি।এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here