ইতালির সিরি-এ লিগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাম্পদোরিয়ার বিপক্ষে সিরি-এ লিগে মাঠে নামার কথা ছিল শিরোপা প্রত্যাশী ইন্টার মিলানের। কিন্তু ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
ইতালির সিরি-এ লিগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঘরের মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষে সিরি-এ লিগে মাঠে নামার কথা ছিল শিরোপা প্রত্যাশী ইন্টার মিলানের। কিন্তু ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
এছাড়াও আটালান্টা বনাম সাসোলো ও হেলাস ভেরোনা বনাম কাগলিয়ারির ম্যাচ দু’টিও বাতিল করা হয়েছে। ইতোমধ্যেই ভয়াবহ করোনাভাইরাসে ইতালিতে ৭৯ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্টে শনিবার রাতে উত্তরাঞ্চলের ভেনেটো ও লম্বার্ডিতে প্রদেশে রবিবার অনুষ্ঠিতব্য সব ধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করার ঘোষণা দেন।
গুইসেপ্পে কন্টে বলেন, “আমি ফুটবল সমর্থকদের প্রতি দু:খ প্রকাশ করছি। একইসাথে অন্যান্য যে ক্রীড়া ইভেন্টগুলোতে সমর্থকরা উপস্থিত হবার পরিকল্পনা করেছিলেন তাদের প্রতিও দু:খ জানাচ্ছি। নাগরিকদের করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে দায়িত্ববান হতে হবে।”
সিরি-এ লিগ ছাড়াও করোনাভাউরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শনিবার ৪০টিও বেশি ম্যাচ বাতিল করা হয়।
উল্লেখ্য, তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলান সিরি-এ টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে।