গাজীপুরে তুলার গুদাম ও দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গী ও কাশিমপুর এলাকায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তুলার ৩০টি গুদাম, সাতটি মুদি দোকান ও ঝুট গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, ‘আজ শনিবার বেলা ১২টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের কয়েকটি তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ৩০টি তুলার গুদাম ও গুদামের মালামাল এবং বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

এদিকে, কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, কাশিমপুরের জরুন এলাকায় শনিবার দুপুরে মোহসিনের ভাঙারি দোকানে আগুন লাগে। একপর্যায়ে পাশের তিনটি মুদি দোকান, একটি ঝুট গুদাম, একটি খাবার হোটেল ও একটি বিভিন্ন যন্ত্রপাতির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওইসব দোকানে মালপত্র পুড়ে আনুমানিক ৮/১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here