যথাযথ মর্যাদায় পাবনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন হচ্ছে। রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দিবসের প্রত্যুষে পাবনা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয়পাটি, ওয়ার্কাসপার্টি, স্কয়ার, ইউনিভার্সাল গ্রুপ, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশাজীবি সংগঠন ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কামাল সিদ্দিকী, পাবনা।