১৯৪৭ সালে বাংলা ভেঙ্গে দুখন্ড হয়, কিন্তু দুদেশেই রয়ে যায় একে অপরের নাড়ির টান, একই মায়ের রক্ত বহমান থাকে দুদেশের মাঝে। ১৯৫২ সালে যে ভাষার জন্য মহান ভাষা শহীদেরা জীবনদান করেন, সেই বাংলাদেশ-ভারতের বাংলাভাষী মানুষের মোহনায় পরিণত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান স্থল। এবার বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ও ভারতের আলাদা আলাদা মঞ্চে অনুষ্ঠিত হয় একুশের অনুষ্ঠান। উপস্থিত হয় দুইবাংলার শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। অতিথীরা বলেন, আন্তর্জাতিক স্তরে একটা দিন যে ভাষা দিবস হিসাবে পালিত হয় এটা দুবাংলার বাঙালীদের কাছে গর্বের বিষয়, আমরা বাংলা ভাষায় কথা বলি তাই দু’দেশের বাংলাভাষী মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাইতো বারবার ছুটে আসি দুই দেশের বাংলাভাষী মানুষের পাশে, এটা অনুভূতির টান, হৃদয়ের যোগাযোগ। বাঙালী মুক্তহীনভাবে তাদের মনের মিলন করবে, তাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার ঐতিহ্য পরস্পর মিলনের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাবে।
রক্তদান হবে ভ্রাতৃত্বের বন্ধন, এ বিষয়কে কেন্দ্র করে একুশের অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা পায় রক্তদান উৎসব, বাংলাদেশের রক্তদান উৎসব উদ্বোধন করেন স্বপন ভট্টাচার্য্য, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এসময় আরও উপস্থিত ছিলেন শেখ আফিল উদ্দিন, এমপি, সিরাজুল হক মঞ্জু, চেয়ারম্যান, শার্শা উপজেলা, আলহাজ্ব নুরুজ্জামান সহ আরও অনেকে। ভারতের রক্তদান উৎসব উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্য ও সরবরাহ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, শংকর আঢ্য, চেয়ারম্যার, বনগাঁ, পৌরসভা এবং পশ্চিম বাংলার আরোও বিশিষ্ট কবি লেখকসহ বিষিষ্ঠজনেরা।
ভারতের অংশে রক্ত সংগ্রহ করে ডাঃ জে আর ধর এস ডি হাসপাতাল ও বাংলাদেশ অংশে রক্ত সংগ্রহ করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল আমার যশোর ও স্বজন সংঘ, যশোর।