প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে মোকাবেলায় নতুন সেনা কমান্ড খুলছে ইসরাইল

0
23

ইরানের বিরুদ্ধে লড়াই করতে সেনাবাহিনীর একটি বিশেষ শাখা খুলতে যাচ্ছে দখলদার ইসরাইল।

মঙ্গলবার অবৈধ দেশটির সেনাবাহিনী জানায়, নতুন এই কমান্ডের প্রধান হিসেবে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেয়া হবে। সেনা কর্মকর্তাদের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।-খবর আল-আরাবিয়াহ

তবে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। বলছে, নতুন এই কমান্ডের ধরন কেমন হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

কিন্তু দখলদার ইসরাইলের নতুন এই উদ্যোগ বলে দিচ্ছে, ইরানের হুমকিতে তারা কতটা আতঙ্কিত।

ইসরাইলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি রয়েছে। লেবাননে হিজবুল্লাহ আন্দোলনকেও তারা সমর্থন করছে।

আর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামিক জেহাদকে নগদ অর্থ এবং প্রতিরোধ আন্দোলন হামাসকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইরান।

এছাড়া ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে বলেও অভিযোগ করে আসছে ইসরাইল। সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রায়ই হামলা চালাতে দেখা যাচ্ছে ইসরাইলকে।

এছাড়া সীমান্তে ইরানি বাহিনীর স্থায়ী অবস্থানের বিরুদ্ধেও হুশিয়ারি দিয়ে আসছে দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here