একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি কমিশনার

0
22

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

আজ বুধবার বেলা ১১টায় ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপি কমিশনার এসব কথা জানান।

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নিরাপত্তা–হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই, আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘অন্যবারের মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারকে ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। শহীদ মিনারকেন্দ্রিক প্রতিটি জায়গা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শহীদ মিনার চত্বরে আর্চওয়ে ও তল্লাশি ছাড়া কোনো ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টায় আমাদের ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। সমস্ত এলাকা সুইমিং করা হবে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদাপোশাকে ডিবি ও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পুলিশের পর্যাপ্ত মোবাইল ও প্যাট্রোল টিম থাকবে। জনসাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে শহীদ মিনারে প্রবেশ ও বের হতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।’

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, পলাশী মোড় হয়ে শহীদ মিনারে আসতে হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রমনা চত্বর ও দোয়েল চত্বর দিয়ে বের হয়ে যেতে হবে। প্রবেশ ও বের হাওয়ার পথে উল্টো দিক থেকে না আসতে সবাইকে অনুরোধ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here