ইদলিবে অভিযান পরিচালনা করা সময়ের ব্যাপার বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেছেন, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে সীমান্ত অতিক্রম করে অভিযান পরিচালনা সময়ের ব্যাপার।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক আলোচনায় এরদোগান এ কথা বলেন। সিরিয়া ২০১৬ সাল থেকে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সব অভিযান (আগের), আমরা বলছি, আমরা হঠাৎ এক রাতে আসতে পারি। অন্য কথায়, ইদলিব অভিযান সময়ের ব্যাপার।
এ সময় এরদোগান বলেন, ইদলিবে রক্তপাত বন্ধ করতে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে; নামমাত্র যুদ্ধবিরতিতে আচ্ছাদিত দ্বন্দ্ব-সংঘাতে ক্ষতবিক্ষত প্রদেশটি। তিনি জানান, আলোচনায় ভালো ফলাফল আসতে ব্যর্থ হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদিও আলোচনা চলছে, এর বাস্তবতা হচ্ছে আমরা যা চাই তা খুবই দূরবর্তী। ইদলিবে অভিযান পরিচালনার পরিকল্পনায় তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে।