নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অগ্নিদগ্ধ হয়ে নূরজাহান বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় দগ্ধ হন একই পরিবারের অন্য সাত সদস্যও। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহান বেগম। তার শরীরের শতভাগই পুড়ে গেছিল।
অগ্নিদগ্ধরা হলেন মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন(২৫), ৩. মো. হিরণ মিয়া(২৫), মো. কাওছার(১৬), ৫. মুক্তা (২০), লিমা(৩), নুরজাহান(৬০); ৮. আপন(১০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে সারারাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছিল। পরে সকালে চুলা জ্বালানোর আগুন ধরালে ওই জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে পরিবারের আটজন সদস্য দগ্ধ হন।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।